নিজস্ব প্রতিবেদক :
“শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)” প্রকল্পের আওতায় কানাইঘাট উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সামাজিক নিরাপত্তা বেষ্টনি, ভূমিকা ও দায়িত্ব, ফাটাবেস এবং লাস্ট মাইল প্রারম্ভিক সতর্কবার্তা প্রচার বিষয়ে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করে এফআইভিডিবি (FIVDB), কারিগরি সহযোগিতায় ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবল চন্দ্র বর্মণ,উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জিলানী,বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালিক চৌধুরী,লক্ষীপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. জামাল উদ্দিন,দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন,কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,থানার এসআই শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইভিডিবি’র প্রতিনিধি দেলোয়ার হোসেন, ফোকাল পার্সন ডা. শেখ তাওহিদা রহমান, মনিটরিং অফিসার কাওছার আহমদ এবং উপজেলা কো-অর্ডিনেটর মো. কাওছার আহমদ।
সভায় কানাইঘাট উপজেলার দুর্যোগ প্রতিরোধে ৪টি ইউনিয়নের চলমান বিভিন্ন কার্যক্রম ও উপকারভোগীদের জন্য গৃহীত মানবিক উদ্যোগসমূহ উপস্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার তাঁর বক্তব্যে কানাইঘাটে এফআইভিডিবি’র কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়