নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক জি.এস ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মো. নুরুজ্জামান জামান কানাইঘাটে কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২২ অক্টোবর) বিকেল ২টায় কানাইঘাটের স্থানীয় “ইট এন্ড মিট রেস্টুরেন্ট”-এ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক নুরুজ্জামান জামান বলেন,'দীর্ঘদিন ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। গণতন্ত্র, মানবাধিকার ও জাতীয়তাবাদী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় নতুন দিগন্ত উন্মোচন করতে চাই। তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে নিয়ে যাওয়া এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া আমার অঙ্গীকার।'
তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকেই তাঁর রাজনীতিতে পদার্পণ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জি.এস হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সিলেট-৫ আসনকে 'গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আসন' হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল,বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো. শহীদ আহমদ,শেরুলবাগ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসলাম উদ্দিন,সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেল খান,বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহজাহান কাওছার,জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ ইবনে শিহাব রুমেল,এবং ইউপি সদস্য মস্তাক আহমেদ প্রমুখ। সভা শেষে অধ্যাপক নুরুজ্জামান সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং গঠনমূলক সংবাদ পরিবেশনে সহযোগিতা কামনা করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়