Thursday, February 20

কানাইঘাটে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বড়দেশ নয়াগাঁও গ্রামে পূর্ব শক্রতার জের ধরে পাকা বসত ঘরের দরজা বাহির থেকে বন্ধ করে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত অনুমান দেড়টার দিকে বড়দেশ নয়াগাঁও গ্রামের মৃত ফয়জুল হকের প্রবাসী ফাহাদের বসত বাড়িতে। পাকা বসত ঘরে পেট্রোল ছিটিয়ে পাকা বসত ঘরে ক্ষতিসাধনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যান। 
ফয়জুল হকের ছেলে মঈন উদ্দিন জানান, তার তিন ভাই প্রবাসী হওয়ায় পাকা বসত ঘরে তাদের স্ত্রী-সন্তানদের নিয়ে পাকা বসত ঘরে বসবাস করেন।
বুধবার রাত দেড়টার দিকে পূর্ব শক্রতার জের ধরে তার তিন প্রবাসী ভাইয়েরদের পাকা বসত ঘরের প্রতিটি কক্ষের দরজার বাহির থেকে সিটকিনি লাগিয়ে বসত ঘরের পুড়িয়ে দেয়ার জন্য পেট্রোল ছিটিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের তাপ অনুভব করে ঘুমিয়ে থাকা পরিবারের সদস্য জেগে উঠে শোর চিৎকার শুরু করেন এবং দরজা বন্ধ থাকায় তারা বের হতে পারছিলেন না। তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এসে দরজার সিটকিনি খুলে উদ্ধার করেন এবং আগুন নেভাতে সক্ষম হন। পাকা ঘরের কিছু ক্ষতিসাধন হয়েছে বলে পরিবারের লোকজন জানান। 

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে মঈন উদ্দিন জানিয়েছেন। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়