Thursday, February 20

জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ সহ ১০ দফা দাবিতে কানাইঘাটে জৈন্তিয়া উন্নয়ন পরিষদের মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: 

বৃহত্তর জৈন্তিয়া তথা জৈন্তাপুর-গোয়াইনঘাট-কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং শিক্ষা-স্বাস্থ্য, যোগাযোগ খাত সহ বৃহত্তর জৈন্তিয়ার সার্বিক উন্নয়নে ১০ দফা বাস্তবায়নের দাবীতে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের উদ্যোগে কানাইঘাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪টায় কানাইঘাট বাজারস্থ কমিউনিটি ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের আহবায়ক সিলেট বারের সিনিয়র আইনজীবি আব্দুল আহাদ। 

কানাইঘাট উপজেলা দুর্নীতি-প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আসাদ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবহন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তেল, গ্যাস, পাথর ও খনিজ সম্পদে ভরপুর এই অঞ্চলের অর্থের মাধ্যমে বাংলাদেশের বড় ধরণের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসছে। কিন্তু যুগের পুর যুগ এ অঞ্চলের মানুষ তাদের ন্যায্য অধিকার ঘরে ঘরে গ্যাস বঞ্চিত থাকার পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ড বৈষম্যের স্বীকার এবং শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বক্তারা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের মৌলিক দাবী-দাওয়াগুলো বাস্তবায়নে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে এগিয়ে আসার আহবান জানান। সেই সাথে ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নে সরকার উদ্যোগ গ্রহণ না করলে জৈন্তিয়ার মানুষের দাবী আদায়ের অরাজনৈতিক সংগঠন জৈন্তিয়া উন্নয়ন পরিষদ ধারাবাহিক ভাবে নানা ধরনের বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবে।

মতিবিনময় সভায় বক্তব্য রাখেন, সাত্তারিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ রাজনীতিবিদ মাওলানা আব্দুল করিম, চরিপাড়া রহিমিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ রাজনীতিবিদ মাওলানা কামাল আহমদ, মাস্টার ফয়ছল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল মনসুর সাজু চৌধুরী, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী এডভোকেট এ কে এম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিন, লোভাছড়া লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন সহ আরো অনেকে।

মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক কবির উদ্দিন ও ময়নুল হককে সদস্য সচিব করে কানাইঘাট উপজেলা এবং সাবেক ছাত্রনেতা সিলেট বারের আইনজীবি একেএম ওলি উল্লাহ ও সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে কানাইঘাট পৌর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের পৃথক আহবায়ক কমিটি গঠন করা হয়।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়