Saturday, October 6

কানাইঘাটে চাঁদা না দেওয়ায় 'রহিম'স চালের আড়ৎ' এ লুটপাট ও আগুন, ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা


নিজস্ব প্রতিবেদক: 

গতকাল শুক্রবার ৫ই অক্টোবর ২০১৮ইং তারিখে সিলেট জেলার কানাইঘাট উপজেলার চতুল বাজারে অবস্থিত 'রহিম'স দেশী চালের আড়ৎ' নামীয় দোকানে সংঘটিত হয়েছে ভয়াবহ এক ঘটনা। জানা যায়, বিকেল ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় প্রভাবশালী সন্ত্রাস বাহিনী ও দুষ্কৃতিকারীরা দোকানের মালিকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার এই দাবী মেনে না নেওয়ার কারণে দুষ্কৃতিকারীরা দোকানের পরিচালনাকারীদের মারধর করে এবং দোকানটি লুটপাট করে আগুন লাগিয়ে পালিয়ে যায়। 

এই অগ্নিকাণ্ডের ফলে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এবং পথচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তা সম্ভব না হওয়ায় নিকটস্থ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

ঘটনাস্থলের আশপাশের কয়েকটি দোকানেও আগুনের ছোবল লেগেছে, যার ফলে তাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 

এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছে। 




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়