কানাইঘাট নিউজ ডেস্ক:
কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, ‘দেশের ভবিষ্যৎ ক্যান্টেনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে।’
সোমবার (৫ আগস্ট) দুপুর ২.১০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম দাবি আদায়ে প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেকোনো পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকে। আমরা আজ লাঠি হাতে নিয়েছি। লাঠিতে কাজ না হলে আমরা হাতে অস্ত্র নিতে প্রস্তুত।’
এদিকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর রাজপথ দখলে নিয়েছেন আন্দোলনকারী ছাত্র-জনতা। বিভিন্ন এলাকা দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার স্রোত শাহবাগ অভিমুখে যাচ্ছে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব রাস্তা খুলে দিয়েছে। তারা আন্দোলনকারীদের কোথাও কোনো বাধা দিচ্ছেন না।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়