নিজস্ব প্রতিবেদক ::
তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বইমুখী করতে কানাইঘাটে সিলেট জেলা পরিষদ-ইনোভেটর বইপড়া উৎসব উপলক্ষ্যে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ফারজানা নাসরীন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যা মনিজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক ফয়সল আহমদ পারভেজ, জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার লোকমান উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ,সহ-সাধারণ সম্পাদক মুমিন রশীদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কলামিস্ট মিলন কান্তি,পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া, আজিজুল হক বাবর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
পরে অতিথি বৃন্দ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের ১শত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। জানা যায়, সিলেট জেলা পরিষদের অর্থায়নে ও ইনোভেটরের সহযোগিতায় ২০২০ সাল থেকে শুধুমাত্র জেলা পর্যায়ে বই পড়া উৎসবের আয়োজন করে আসছে। কিন্তু এবার উপজেলা পর্যায়ে এ কর্মসূচী সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার কানাইঘাটে বই পড়া উৎসব উপলক্ষে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি এ ১শত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে বিজয়ী শিক্ষার্থীদের পুরুষ্কৃত করবে সিলেট জেলা পরিষদ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়