নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে সানরাইজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে ১২তম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২০ জানুয়ারি) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের উত্তর মাঠে উক্ত খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্লাবের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বুলবুল ও রেজওয়ান হোসেনের যৌথ সঞ্চালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদিআরব প্রবাসী ফজলুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিলাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী রুবেল আহমদ,কাতার প্রবাসী আবু তাহের,আব্দুল্লাহ।
এছাড়াও খেলায় পরিচালনা কমিটির সদস্য হারিছ উদ্দিন,মারুফ রশীদ,আব্দুল কাদির,আব্দুশ সাত্তার মাছুম,রাহাদুল ইসলাম,আবু জাফর,আনোয়ার, সালমান আহমদ,ফাহাদআহমদ,জিহাদ,আদনান,মুনিম,মাহফুজ,রিফাত,তানভীর,শাহরিয়া,রুমান,সাহিল উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাহেদুল ইসলাম ও আশরাফ হুসাইন।
ফাইনাল খেলাটি জয়েন্ট স্পোর্টিং ক্লাব বনাম রাইজিং স্টার সর্দারমাটির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ান দল জয়েন্ট স্পোর্টিং ক্লাবের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল রাইজিং স্টার সর্দারমাটির হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়। খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সানরাইজ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়