Wednesday, December 6

ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদারের সাথে কানাইঘাট রত্ন ফাউন্ডেশনের শুভেচ্ছা বিনিময়


কানাইঘাট নিউজ ডেস্ক ::

কানাইঘাটের কৃতি সন্তান ,কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রাক্তন সভাপতি , বর্তমান এডভাইসারি বোর্ডের সদস্য, ইস্টলন্ডনে  অবস্থিত বো সেন্ট্রাল মসজিদের খতিব ,  ইস্টলন্ডনের হোয়াইটচ্যাপেলে অবস্থিত “ Tower Hamlets Barristers Chambers“ এর স্বত্বাধিকারী ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার এমবিই এর সাথে কানাইঘাট রত্ন ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের ফুলেল  শুভেচ্ছা বিনিময় করেছেন। 

এসময় কানাইঘাট রত্ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত,ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ  এর সিনিয়র স্টোর অফিসার কানাইঘাট রত্ন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো:ফজলে এলাহী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সমাজ কল্যাণ সম্পাদক সাংবাদিক মুুফিজুর রহমান নাহিদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাওলানা আজির উদ্দীন শিকদার, বিশিষ্ট সমাজ কর্মী রহমত উল্লাহ,সুলাইমান রহমান সিলভার,মাঈনুল,আব্দুল্লাহ প্রমুখ। কে এই ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই :কানাইঘাট এসোসিয়েশন ইউকের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য ইউকের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই গত কয়েক দিন আগে " Freedom of the City  of London” স্বীকৃতি অর্জন করেন।  বাংলাদেশে মাদ্রসা শিক্ষায় শিক্ষিত হয়ে জনাব শিকদার সাহেব লন্ডনে এসে ব্যারিস্টারি সম্পন্ন করেন এবং প্রায় আটাশ বৎসর থেকে লন্ডনে নিজস্ব চেম্বারে আইন প্রেকটিস করতেছেন l 

আশ্চর্য ব্যাপার হল উনি এত টেলেন্ট যে পরিবার পরিজন , ও আইন পেশার পাশাপাশি তিনি লন্ডন থেকে ৭তম  বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হন  এবং বিচারক হয়ে একসময় দেশে চলেযান।  পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে লন্ডনে এসে আবার প্রাকটিস শুরু করেন। 


২০০২ সনে উনার ভাল কাজের স্বীকৃতি স্বরূপ ইংলেন্ডের রানী উনাকে MBE খেতাবে ভূষিত করেন l উনার সিকদার ফাউন্ডেশনর  মাধ্যমে দেশে শিক্ষার যে খেদমত হচ্ছে , তা এই ছোট পরিসরে বর্ণনা করা যাবেনা l তিনি দেশে মসজিদ , মাদ্রসা , স্কুল , কলেজ এবং লন্ডনে ও মসজিদ প্রতিষ্টা করেছেন l 


একজন আলেমেদ্বীন, একজন খতিব, একজন আইনজীবী, একজন সমাজসেবক , একজন দানবীর।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়