Friday, November 3

প্রকাস কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

 


কানাইঘাট নিউজ ডেস্ক :

ত বুধবার( ১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১২ টায় উলামায়ে কেরাম নেতৃত্বাধীন সামাজিক জনকল্যাণমূলক সংগঠন "প্রকাস কল্যাণ ফাউন্ডেশন কানাইঘাট' সিলেট'র আমেলা ও সাধারণ পরিষদের সভা অনলাইন জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  ফাউন্ডেশনের সভাপতি মাওলানা তাজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল হালীম সাতবাঁকীর সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ। বিশ্বের বিভিন্ন দেশ সাধারণ সভায় সতস্ফুর্ত ভাবে সদস্য গণ অনলাইনে ছিলেন। 


উপস্থিত ছিলেন ফাউন্ডেশন- অভিভাবক পরিষদের সদস্য মাওলানা সুরুজ আলী, সিনিয়র সহ-সভাপতি -মাওলানা নুর আহমদ কাসেমী, মুফতি এহসান উল্লাহ- কুয়েত,

সহ-সভাপতি মাওলানা আবদুস শহীদ- কাতার, সহ-সভাপতি মাওলানা আবুল হাসানাত- আমেরিকা সহ-সভাপতি - মাওলানা আলিম উদ্দিন- স্পেন,  সহ-সভাপতি -মাওলানা আব্দুর রহমান  চৌধুরী -সৌদিআরব,জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুফতি এবাদুর রাহমান , জয়েন্ট সেক্রেটারী -হাফিজ বুরহান উদ্দিন- দুবাই , সহ-সেক্রেটারী - মাওলানা সালেহ আহমদ-সৌদিআরব , সহ-সেক্রেটারী মাওলানা ফাহাদ হোসাইন-সৌদিআরব, মাওলানা তৈয়্যিবুর রাহমান-সৌদিআরব, মাওলানা নূরুল আমীন -কুয়েত, সাংগঠনিক সম্পাদক - মাওলানা শাব্বির বিন আব্দুল হান্নান, অর্থ সম্পাদক - মাওলানা জাহিদ নাছির চৌধুরী, সহ অর্থ সম্পাদক - মাওলানা ইমরান হোসাইন, প্রচার সম্পাদক -হাফিজ আশিক আহমদ সহ-প্রচার সম্পাদক মাওলানা নাসিম আশরাফ, সহ- প্রচার সম্পাদক মুহাম্মদ ফয়সল আহমদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক - হাফিজ নূরুল আম্বিয়া - ওমান, মুহাম্মদ আবুল কালাম,  -সৌদিআরব, হাফিজ সালমান আহমদ- দুবাই, হাফিজ রফিক আহমদ- ওমান, যুব জমিয়তে বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক,যুব জমিয়ত বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক - মাওলানা রুহুল আমিন, প্রমূখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়