Thursday, December 22

কানাইঘাটে মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম-উলামাদের মাঝে কম্বল বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

তাহছীনুল কোরআন ইউকের উদ্যোগে সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের গরিব,অসহায় মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম-উলামাদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার  (২২ ডিসেম্বর) সকালে জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলূম উমরগঞ্জ মাদ্রাসার হলরুমে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন তাহছীনুল কোরআন ইউকের পরিচালক ক্বারী ইকরামুল হক।


মাওলানা ছামসুল হুদার সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মুসলিম আহমদ নাসিমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইমদাদ উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আফতাব উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাফিজ তাহির,হাফিজ নুরুল হক,মাওলানা আব্দুল হান্নান, হাফিজ মাওলানা জসিম উদ্দিন, মাওলানা ইমরান,মাওলানা সাদিকুর রহমান সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে ক্বারী ইকরামুল হক বলেন,'তাহছীনুল কোরআন ইউকে একটি অলাভজনক,বেসরকারী সেচ্ছাসেবী উন্নয়নমূলক সংগঠন। অসহায় মানুষদের স্বপ্ন পূরণের জন্য দীর্ঘদিন দিন থেকে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।


সবশেষে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়