Wednesday, December 21

জকিগঞ্জে দুটি রাস্তার পিচ ঢালাই কাজের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের সুরমা ডাইক ও পুটিজুরী রাস্তার পিচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(২০ ডিসেম্বর)  বিকেলে এলজিইডি’র অর্থায়নে রাস্তা দুটির উদ্বোধনের জন্য স্থানীয় মোকদ্দস মাজেদা চৌধুরী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী।

জয়নাল আবেদিন চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র নেতা অলিউর রহমান চৌধুরী শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মিজানুর রহমান চৌধুরী। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী কাওসার আহমদ চৌধুরী।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী এনামুল কবীর।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহবাগ হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি হাসান আহমদ চৌধুরী,বারহাল ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী সুমন,মোকদ্দস মাজেদা চৌধুরী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মসিউল করিম চৌধুরী,তাজুল ইসলাম চৌধুরী, কামাল আহমদ,চৌধুরী,হেলাল আহমদ চৌধুরী,আব্দুল কুদ্দুস চৌধুরী, ইউপি সদস্য সানারুল হক খান,সালিক আহমদ,বুরহান আহমদ, সাবেক ইউপ সদস্য আলেখ উদ্দীন,ভুলন দেব, মোকদ্দোস মাজেদা চৌধুরী কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভিবাষ রায়, জহিরুল হক,হাজী আব্দুল খালিক, মিনু মিয়া,মাতাব মিয়া,সুজয় দাশ,আব্দুর রহীম, নিজাম উদ্দিন নেজু,আব্দুর রহীম,হারিছ আমদ,এহছান আহমদ এলজিইডির ইঞ্জিনিয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কাওসার আহমদ চৌধুরীকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় এলাকাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল্লাহ আল মুনিম চৌধুরী। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়