Sunday, July 26

কানাইঘাটে স্কুল মাঠে অবৈধ পশুর হাট

নিজস্ব প্রতিবেদক:  
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বসানো অবৈধ গরুর হাট উচ্ছেদ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

আজ রবিবার স্থানীয় নারাইনপুর গ্রামের তাহির আলীর পুত্র সাহেদ আহমদ মীম নির্বাহী কর্মকর্তা বরাবরে দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন, মমতাজগঞ্জ বাজার ইজারাদার দর্পনগর পশ্চিম গ্রামের আব্দুস সালাম বটল হাজীর পুত্র দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি একটি আইসিটি মামলার এফআইআর ভুক্ত আসামী আবু রায়হান পাবেল অবৈধভাবে একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে গত ২৩ জুলাই থেকে ছুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠ ও স্কুলের বারান্দায় গরুর হাট বসিয়েছেন। 

এলাকাবাসী স্কুল মাঠে গরুর হাট না বসানোর জন্য পাবেলকে বার বার আহ্বান করে আসলেও সে কোন বাঁধা নিষেধ মানছে না। সে স্কুল মাঠে গরুর হাট বসাবে, তাকে কেউ কিছু করতে পারবে না। স্কুলের পরিবেশ রক্ষার্থে দ্রুত স্কুল মাঠ থেকে অবৈধভাবে গড়ে ওঠা গরুর হাট অপসারনের দাবি জানানো হয় লিখিত অভিযোগে।

কানাইঘাট নিউজ ডটকম /২৬ জুলাই ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়