Thursday, June 11

কানাইঘাটে করোনা থেকে সুস্থ হলেন ২১ জন

নিজস্ব প্রতিবেদক:   
কানাইঘাটে উপজেলায় নতুন ১৮জন সহ মোট ২১ জনের পুনরায় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে নতুন ১৮ জনের সুস্থতার কথা জানানো হয়।
তারা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. উৎপলেন্দু বিশ্বাস, স্বাস্থ্যকমপ্লেক্সের কর্মচারী ছোটদেশ গ্রামের জামাল উদ্দিন (৩৫), তালবাড়ী লক্ষীপুর গ্রামের মাসুক আহমদ (৫৫), আব্দুস সালাম (৬৫), সর্দারমাটি গ্রামের ফরহাদ (১৮), দর্জিমাটি গ্রামের মিজান (১৬), ব্রাহ্মণগ্রামের জাকির আহমদ(২৫), রায়গড় গ্রামের দ্বীপ চৌধুরী (২৫), ডালাইচরের সাখাওয়াত হোসেন (২০), বীরদল পুরানফৌদ গ্রামের অজিত দাস (৩০), কুওরঘড়ি গ্রামের সুলতান আহমদ (২৫), নিজ চাউরা দক্ষিণ গ্রামের মিঠু দাস (২৬), আবুল কালাম (২৮), তিনচটি নয়াগ্রামের জুবায়ের আহমদ (২৪), খালপার গ্রামের আব্দুল খালিক (৬০), ডালাইচর গ্রামের আব্দুল্লাহ (১৮), মামুন রশিদ (২৮), দলকিরাই গ্রামের জুবেল আহমদ (২৪)।
এর আগে উপজেলা ধান কাটা প্রথম ৩ জনের দ্বিতীয়বার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল, তারা হলেন লামারতালুক গ্রামের ফারুক আহমদ (৫০), আগফফৌদ নারাইনপুর গ্রামের মাসুক উদ্দিন (৩৭), কাপ্তানপুরের লাল মিয়া (৩৫)। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে উপজেলা মোট ২১ জন সুস্থ হয়ে উঠেছেন।
কানাইঘাট নিউজ ডটকম/১১ জুন ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়