Monday, May 11

যুক্তরাষ্ট্রে আক্রান্ত বাড়লেও কমেছে মৃত্যু

কানাইঘাট নিউ্জ ডেস্ক:

চীন থেকে শুরু হলেও বিশ্ব মহামারী করোনাভাইরাসের কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হার কমে ২৪ শতাংশে নেমেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরো ৭৫০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৩২৯ জন।
সোমবার আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান থেকে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭৫০ জন মারা গেছে। যেখানে মৃত্যু হার ১ মে ছিল ২৭ দশমিক ৮৭ শতাংশ তা ১০ দিনে কমে এখন ২৩ দশমিক ৯৬ এসে দাঁড়িয়েছে।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় এখন পর্যন্ত ৮০ হাজার ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মোট আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১০ লাখ ৩০ হাজার ৫১৫ জন। এদের মধ্য ১৬ হাজার ৫১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, করোনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি।
নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪০৬ এবং মারা গেছে ২৬ হাজার ৮১২ জন। ওই অঙ্গরাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৬০ হাজার ৪৯৪টি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়