Friday, March 27

বিশ্বজুড়ে স্মার্টফোনের বিক্রিতে ধস

কানাইঘাট নিউজ ডেস্ক :
করোনাভাইরাসের প্রভাবে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রিতে ধস নেমেছে। বিশ্বের অনেক অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় স্মার্টফোনের বিক্রি আরও কমতে পারে বলেও ধারণা করা হচ্ছে-- খবর বার্তাসংস্থা রয়টার্সের।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ফেব্রুয়ারি মাসে চীনে বিক্রয় কেন্দ্র বন্ধ রেখেছিলো অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। সরকারি তথ্যানুসারে ফেব্রুয়ারি মাসে চীনের মূল ভূখন্ডে পাঁচ লাখের কম আইফোন বিক্রি করেছে অ্যাপল।
চীনে এক বছর আগের চেয়ে ফেব্রুয়ারি মাসে স্মার্টফোনের বিক্রি কমেছে ৩৮ শতাংশ। মার্চ মাসের মাঝামাঝি বেশ কিছু বিক্রয় কেন্দ্র পুনরায় চালু হতে শুরু করায় স্মার্টফোনের বিক্রিও স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়