Friday, March 27

শুধু শিরোনাম না পড়ে ভেতরের খবরটাও পড়ুন: স্টোকস

কানাইঘাট নিউজ ডেস্ক :
সারা বিশ্বকে ভয়ের চাদরে ঘিরে রেখেছে করোনাভাইরাস। জীবন থমকে আছে, জীবিকা আটকে গেছে, ভাইরাসটাকে ঘরের বাইরে রাখার প্রয়াসে ঘরে বন্দী হয়ে আছে লাখো কোটি মানুষ। এ অবস্থায় দুদিন আগে খবর এল, ঘরে শুয়ে-বসে না থেকে নিজেকে ফিট রাখার চেষ্টা করে যাচ্ছেন ইংলিশ পেসার বেন স্টোকস। উদ্দেশ্য? করোনা কবে বিদায় নেবে, তা তো কেউ জানে না, তবু ভাইরাসটাকে ঝেঁটিয়ে বিদায় করার পর খেলা শুরু হলেই যাতে নিজের সবটুকু ঢেলে দেওয়ার মতো অবস্থায় থাকেন সে জন্যই এই চেষ্টা স্টোকসের।
কিন্তু তাতেই যে এত সমালোচনার মুখে পড়তে হবে, তা তিনি বুঝতেই পারেননি! করোনার দিনগুলোতেও খেলা নিয়ে কেন ভাবছেন, আইপিএলের কথা কেন ভাবছেন—এ নিয়ে টুইটারে স্টোকসকে ধুয়ে দিয়েছেন কয়েকজন। সেগুলোর জবাব অবশ্য ঠিকই দিয়েছেন বিশ্বকাপ ও অ্যাশেজে আলো ছড়ানো ইংলিশ অলরাউন্ডার। তার সাক্ষাৎকারের একটা অংশের ছবি তুলে দিয়ে বলেছেন, শুধু শিরোনাম না পড়ে ভেতরের খবরটাও একটু পড়ুন!
শুধু স্টোকস কেন, বিশ্বজুড়ে প্রায় সব পেশাদার ক্রীড়াবিদই তো কোয়ারেন্টিনের দিনগুলোতে নিজ ঘরে ফিটনেস ধরে রাখতে যা কিছু করা দরকার সব করছেন। তা স্টোকসের সামনে ভবিষ্যতে খেলা বলতে সবার আগে আইপিএলই আছে, এই ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে যেটি ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয়ে আছে। যে কারণে বিবিসিতে সাক্ষাৎকারে ইংলিশ অলরাউন্ডার বলেছিলেন, ‘এই মুহূর্তে আমার সামনে প্রতিযোগিতামূলক ক্রিকেটে পরের টুর্নামেন্ট বলতে তো আইপিএলই আছে।’
বিবিসি সাক্ষাৎকারটার শিরোনাম দিয়েছিল এভাবে—লকডাউনের মধ্যেও এখনো আইপিএলের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন স্টোকস। তা দেখেই টুইটারে একজন মাইক ওয়াস নামে একজন লেখেন, ‘ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস বলেছেন, তিনি এখনো আগামী মাসে হতে যাওয়া আইপিএলের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলার আশা করেন। একটু নিজেকে সামলান। ১০০ কোটি মানুষ লকডাউনে আছে। এখন অন্তত টাকা আর পাদপ্রদীপের আলোর চিন্তা না করে মানুষের কথা ভাবুন।’
স্টোকসের তা আর সহ্য হলো না। সাক্ষাৎকারের ছবিটা রি-টুইট করেই ক্যাপশনে স্টোকস লিখেছেন, ‘শুধু শিরোনামটা না পড়ে ভেতরের খবরটাও একটু পড়ুন!’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়