Wednesday, March 25

করোনায় মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো স্পেন

কানাইঘাট নিউজ ডেস্ক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ দেশে পরিণত হয়েছে স্পেন। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৭৩৮ জন মারা গেছেন। দেশটিতে মহামারিটি ছড়িয়ে পড়ার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ১৯, ৬২০ জন। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ভাইরাসটির উৎপত্তি হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সেখান থেকে বিশ্বের প্রায় প্রত্যেক কোনায় এর বিস্তার ঘটেছে।
বর্তমানে বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি জর্জরিত দেশ ইতালি। সেখানে ইতিমধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। ইতালির পরে মৃতের দিক দিয়ে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মারা গেছেন ৩ হাজার ৪৩৪ জন। আক্রান্ত হয়েছেন আরো ৪৭ হাজার ৬১০ জন। এদিকে আক্রান্তের সংখ্যায় এখনো প্রথম স্থানে রয়েছে চীন। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২১২ জনের বেশি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়