Monday, March 30

করোনায় দেশে সুস্থ ৮০ বছরের বৃদ্ধ, ষাটোর্ধ্ব ২ জন

কানাইঘাট নিউজ ডেস্ক:   
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার জন। তাদের মধ্যে একজনের বয়স ৮০ বছর এবং দুই জনের বয়স ষাটের বেশি। এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। সোমবার দুপুরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, এটা আমাদের জন্য অনেক বড় সুখবর যে সুস্থ হয়ে বাড়ি ফেরা ৪ জনের মধ্যে একজনের বয়স ৮০ বছর। বাকি দুজন ষাটের ওপর বয়স। অনেক বয়স্করাই আতঙ্কে ছিলেন। এটা তাদের জন্য সুখকর।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা যাদের বাড়িতে থাকতে বলছি, তারা অবশ্যই বাড়িতে থাকেন। যদি বের হতেই হয়, তবে মাস্ক পরে বের হন।
এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়