Sunday, December 15

কানাইঘাটের লোভা নদীতে সেতু নির্মাণ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক:
এলজিইডি মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের প্রাকৃতিক কন্যা লোভা নদীর উপর প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হতে যাচ্ছে।

সেতুর সম্ভাব্য স্থানের মাটি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এলজিইডি বিভাগের ইঞ্জিনিয়াররা বর্তমানে এলাকায় অবস্থান করছেন। 

লোভা নদীর উপর এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী সেতুর সম্ভাব্য মুলাগুল ও কান্দলা নয়াবাজারের পশ্চিম পাশে প্রস্তাবিত স্থান এলজিইডির মাটি পরীক্ষার কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ।


এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডঃ মামুন রশিদ, সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য আলমাছ উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তমিজ উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী ফিরোজ, কাউন্সিলর বিলাল আহমদ, তাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হান্নান মিয়া, ইউপি সদস্য কয়েছ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর লোভা নদীর উপর সেতুর নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন, আমারও স্বপ্ন ছিল লোভা নদীর উপর সেতু নির্মিত হবে, সেই স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে।
এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন হওয়ার মধ্য দিয়ে সড়ক যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক সাধিত হবে। লোভা নদীর উপর সেতু নির্মাণ হতে যাওয়ায় স্থানীয় এলাকাবাসী সাংসদ মজুমদারের ঐকান্তিক প্রচেষ্টাকে সাধুবাদ জানান। উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ জানিয়েছেন ইতিমধ্যে সেতুর সম্ভাব্য স্থানের ডিজাইনের ম্যাপ করা হয়েছে।

মাটি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর লোভা সেতুর টেন্ডার প্রক্রিয়া গ্রহণ করা হবে। এলজিইডির অর্থায়নে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে আরসিসি সেতু লোভা নদীর উপর নির্মাণ করা হবে।

কানাইঘাট নিউজ ডটকম/১৫ ডিসেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়