Monday, October 14

সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়লো ভবন, নিহত ১০

ভারতের উত্তর প্রদেশে একটি আবাসিক ভবন ধসে ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। 

সোমবার স্থানীয় সময় সকালে মাউ জেলার ওয়ালিদপুরে একটি দোতলা বাড়িতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণের ফলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ধসে পড়া ভবনটির নিচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। 
এক বিবৃতিতে বলা হয় যে, ভবনটির ভেতরে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিলো। ওই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে বহুতল ভবটি ধসে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপরেই ভবনটি ধসে পড়ে।

দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশ নিয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়