Wednesday, September 11

কানাইঘাটে জরিপকারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মৌলিক সাক্ষরতা প্রকল্প ৬৪ জেলার আওতায় কানাইঘাট উপজেলার জরিপকারীদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মিলনায়তন হলে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহায়তায় ও জৈন্তিয়া ছিন্নমূল সংস্থার (জেসিস) আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খাঁনের সভাপতিত্বে ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কানাইঘাট উপজেলা প্রোগ্রাম অফিসার ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া, জেসিস সিলেটের নির্বাহী পরিচালক বদরুল ইসলাম, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কাউন্সিলর বিলাল উদ্দিন, তাজ উদ্দিন।
এ সময় উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার প্রায় ১’শ জরিপকারীদের কিভাবে এলাকার স্বাক্ষর জ্ঞানহীন লোকদের তালিকা সংগ্রহ করা হবে এ ব্যাপারে প্রশিক্ষণ দেয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়