Saturday, September 28

মসজিদে জুতা সাজিয়ে রেখেই আনন্দ পান এক অমুসলিম যুবক!

এক অমুসলিম যুবক মসজিদের মুসল্লিদের জুতা সাজিয়ে রেখে প্রশান্তি পান। প্রতি শুক্রবার প্রচণ্ড গরমেও মসজিদের বাইরে বসে জুতাগুলো সোজা করে সারি সারিভাবে সাজিয়ে রাখেন তিনি।

ঘটনাটি সিঙ্গাপুরের। দেশটির আল-মাওয়াদ্দাহ মসজিদে অ্যাংকল স্টিভেন এই কাজ করে থাকেন। খবর- ইলমফিড.কম।
সিঙ্গাপুরের ইমরান মুস্তাফা নামের এক স্কুল শিক্ষক তার ফেসবুকওয়ালে এ ঘটনাটি তুলে ধরেন। যা এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইরফান মুস্তাফা জানান, মুসল্লিরা মসজিদের ভেতরে যখন এসিতে নামাজ আদায় করেন তখন অ্যাংকল স্টিভেন জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করেন। প্রচণ্ড গরমের মধ্যেই তিনি এই কাজ করে থাকেন।
অ্যাংকল স্টিভেন জানায়, মসজিদের বাইরে জুতাগুলো সারি সারি সাজিয়ে রাখলে সুন্দর দেখা যায়। আমি মসজিদের কাছাকাছিই থাকি এবং প্রতি শুক্রবার আসার চেষ্টা করি।
তিনি আরো বলেন, এই কাজটি আমি কেন করি, তা আমার জানা নেই। তবে সারি সারি সাজানো জুতাগুলো দেখতে আমার ভালো লাগে। আর মসজিদে এসে এ কাজ করে আমি প্রশান্তি লাভ করি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়