Sunday, August 11

কানাইঘাটে ঈদ খাদ্য সামগ্রী বিতরণকালে হুছামুদ্দিন-দান-সদকায় সম্পদ বাড়ে

নিজস্ব প্রতিবেদক:
আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি সাহেব জাদায়ে ফুলতলী মাওলানা হুছামুদ্দিন চৌধুরী বলেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করেন তাদের সম্পদ কমে না বরং বাড়ে। মহানবী (সাঃ) বলেছেন, তোমরা অসহায় দরিদ্র মানুষদের সহযোগিতা কর, আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। 

যারা সমাজে বৃত্তবান ও সম্পদ রয়েছে তাদের একটি অংশ অসহায়দের কল্যাণে বিলিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি ।

ব্যবসায়ী তমিজ উদ্দিন কর্তৃক তার এলাকার দরিদ্রদের মাঝে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাওলানা হুছামুদ্দিন চৌধুরী শনিবার(১০ আগস্ট) বিকেল ৩টায় কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন কর্তৃক তার নিজ বাড়ীতে অসহায়দের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 ইউপি সদস্য সেলিম চৌধুরীর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সাতবাঁক ইউপির সদ্য নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মান্নান, সিলেটের ফরিদ এন্ড সন্সের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফরিদ উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সভাপতি পাথর ব্যবসায়ী নাজিম উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নুল আবেদীন জয়।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিতিতে কয়েক’শ দরিদ্র পরিবারের মাঝে ইউপি সদস্য তমিজ উদ্দিনের ব্যক্তিগত পক্ষ থেকে প্রতি পরিবারে প্রায় ৩ হাজার টাকার ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/১১ আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়