Sunday, August 11

কানাইঘাটে শেষ সময়ে দা বটি ছুরি কিনতে ভিড়

নিজস্ব প্রতিবেদক:
ঈদের মাত্র দু'দিন বাকি। পশু কিনার পর শেষ মুহূর্তে কুরবানির পশু জবাই করার সরঞ্জাম কেনার ধুম পড়েছে। ফলে ব্যাস্ত সময় পার করছেন কানাইঘাটের কামাররা।
প্রতিদিন কামাররা দা ছুরি বটি তৈরী এবং মেরামতের কাজ করে যাচ্ছেন। যেন দম ফেলার ফুসরত নেই তাদের।

শনিবার কানাইঘাট বাজার ঘুরে দেখা যায়,কোরবানির পশু জবাই, চামড়া ছিলানো এবং মাংস কাটার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কিনতে অনেকেই ছুটছেন কামারপাড়ায়।

প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষ্যে দা, বটি, ছুরির ব্যাপক চাহিদা বেড়ে যায়।

কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে বিক্রেতা প্রাণীশ চন্দ্র ধর জানান, কোরবানি ঈদকে সামনে রেখে বেচাকেনা ভালোই হচ্ছে। প্রতিটি দা ২‘শ টাকা থেকে ৩’শ টাকা, ছোট ছুরি ৬০ টাকা, বড় ছুড়ি ৪শত টাকা করে বিক্রি করছি আমরা।

কানাইঘাট নিউজ ডটকম/১০ আগস্ট ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়