Sunday, December 7

কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

তিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা রবিবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মাহফুজ সিদ্দিকী। 

জরুরী সভায় কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদকে জড়িয়ে ফেইসবুকে উদ্দ্যেশ্যেপ্রণোদিত ভাবে মিথ্যা-বানোয়াট অপ-প্রচারের তীব্র নিন্দা জানানো হয়। সেই সাথে সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত সদস্যদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও ভবিষ্যৎতে সাংবাদিকদের মধ্যে বিবেধ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়াও কানাইঘাটের আর্থ-সামাজিক উন্নয়নে প্রেসক্লাবের সদস্যদের নিষ্টার সাথে পেশাগত দায়িত্ব পালন করার জন্য সভা থেকে আহবান জানানো হয়।   





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়