Sunday, December 7

কানাইঘাটের উন্নয়নে সহযোগিতার আহ্বান নবাগত ইউএনওর; সভা বয়কট করল প্রধান রাজনৈতিক দলগুলো


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল রাজনৈতিক দল ও সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন ,তিনি গত মঙ্গলবার কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। যোগদান করার পর এটি তার প্রথম মতবিনিময় সভা। তিনি বলেন ইতিহাস-ঐতিহ্যের দিক থেকে কানাইঘাট একটি মর্যাদাপূর্ণ জনপদ। এখানকার এলাকা যেন প্রকৃতি কন্যার আঁচলে ঢাকা। এখানকার দৃশ্য অনেক সুন্দর এবং পর্যটন সম্ভবনাময় একটি এলাকা। পাশাপাশি কানাইঘাটে লোভাছড়ার মত একটি প্রাচীনতম পাথর কোয়ারী রয়েছে। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নিতে এবং এখানকার মানুষজনের প্রত্যাশা পূরণে তার উপর অর্পিত সরকারি দায়িত্ব নিষ্টার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আজকের মতবিনিময় সভায় আপনারা যেসব মতামত তুলে ধরেছেন তা বাস্তবায়নে আমি চেষ্টা করে যাবো। বিশেষ করে আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান প্রধান সড়কগুলো প্রয়োজনী সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি করা, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্তিতি উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন বন্ধ ও মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি গ্রহণ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান। 

এছাড়াও নবাগত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, উপজেলা প্রশাসনের সকল দপ্তরে সরকারি সেবা বিধি অনুযায়ী নিশ্চিত করা হবে এ ক্ষেত্রে কোন ধরণের অনিয়ম-দূর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। তার এই দায়িত্ব পালনে সব ধরণের ভুল বুঝাবুঝির উর্ধ্বে উঠে কানাইঘাটের রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন ও গণমাধ্যম কর্মীদের তিনি সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার এসআই জাহাঙ্গীর কবির। রাজনৈতিক ও সূধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল হাসান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সহ-সভাপতি তাওহীদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার সলিল চন্দ্র দাস, উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা বিলাল আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলা উদ্দিন বাদল, সাধারণ সম্পাদ কাওসার আহমদ জনি, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, সদস্য শাহীন আহমদ, উপজেলা লোড-আনলোড শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিব আহমদ, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, ক্রীড়া সম্পাদক ইয়াহইয়া, ব্যবসায়ী জয়নাল আহমদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের মতবিনিময় সভায় কানাইঘাট উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও জমিয়তে উলাম ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের কোন নেতৃবৃন্দকে দেখা যায়নি।





শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়