Sunday, August 11

বাংলাদেশের যেসব এলাকায় ঈদ উদযাপন হচ্ছে


সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি এলাকায় মুসলিম সম্প্রদায়ের একাংশ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে। তারা ঈদের আনন্দ উপভোগ করছেন। রবিবার (১১ আগস্ট) চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। সকালে ফরিদগঞ্জের মুন্সিহাট বাজার বড় মসজিদে, হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে ও বদরপুর ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ দিকে জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের আরও বেশ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তারা পশু কুরবানি দেবেন। চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসাব করে এভাবে দুইটি ঈদ উদযাপন প্রচলন শুরু করেন। এখনো সেই ধারা চালু রেখেছেন তার অনুসারীরা।

সুত্র:অধিকার

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়