Tuesday, August 20

বিশ্বকাপ বাছাই প্রস্তুতি শুক্রবার থেকে

স্পোর্টস ডেস্ক::

আর মাত্রে ২২ দিন পর আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশে জাতীয় দলের ফুটবল মিশন শুরু হবে।

এজন্য বাফুফে অপেক্ষায় ছিলো কোচের জন্য। কোচ এসে গেছেন। ফেরার দিনেই বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা নির্ধারণ করা হয়। 

ঢাকায় পৌঁছেই কোচ যোগ দেন সে সভায়। তারপরই ঠিকঠাক হয় আফগানিস্তানের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বরের ম্যাচের প্রস্তুতির পরিকল্পনা।
কয়েকদিন আগে বাফুফে যে ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল তাদের নিয়ে শুক্রবার প্রস্তুতিতে নেমে পড়বেন জেমি ডে। যেহেতু ম্যাচটি হবে দুশানবের সেন্ট্রাল স্টেডিয়ামের টার্ফে তাই জেমি ঢাকা কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামেই অনুশীলন করাবেন জামাল ভূঁইয়াদের।
৩১ আগস্ট ২৫ জন থেকে ২৩ জনের দল চূড়ান্ত করবেন কোচ। তাদের নিয়ে পরের দিন উড়াল দেবেন তাজিকিস্তান।
সেখানে ১০ দিন কন্ডিশনিং ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচ শেষে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় দুই ক্লাবের বিপক্ষে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে ৩ ও ৫ সেপ্টেম্বর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়