Sunday, July 28

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কানাইঘাটের সালমানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সালমান আহমদ(১৬)নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের  আটগ্রাম ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুন নুরের পুত্র । সে পাশ্ববর্তী জকিগঞ্জ উপজেলার ডেমারগ্রাম আবুল হোসেন একাডেমির দশম শ্রেণির ছাত্র।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় সালমান তার এক সহপাঠীর মোটরসাইকেলে করে কালিগঞ্জ বাজার থেকে ফিরছিলো । আটগ্রাম ব্রীজে আসার পর এক পথচারীকে বাচাঁতে তাদের মোটরসাইকেল সাইকেল নিয়ন্ত্রণ হারায়। এতে পিছনে বসে থাকা সালমান ব্রীজের র‌্যালিংয়ে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন সালমানকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 


এদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় সালমান আহমদের মৃত্যুতে তার আত্নীয়-স্বজন,শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
কানাইঘাট নিউজ ডটকম/২৮ জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়