Sunday, July 28

কানাইঘাটে 'ছেলেধরা' গুজব প্রতিরোধে পুলিশের সভা

নিজস্ব প্রতিবেদক:  
কানাইঘাটে ছেলে ধরা গুজব প্রতিরোধে সমাজ সচেতনতামূলক এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় সুরইঘাট বাজারে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে সমাজ সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তা-কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম।
লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকার সভাপতিত্বে ও ছাত্রনেতা আম্বিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ডা. সুলেমান, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক, আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন, নুরুল আম্বিয়া, দেলোয়ার হোসেন চৌধুরী, রুবেল আহমদ, নজির আহমদ, শ্রমিক নেতা রহিম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল করিম বলেন, গুজবে সাড়া দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে। কাউকে সন্দেহ হলে তাকে ধরে পুলিশে সোপর্দ করুন অথবা ৯৯৯ কল করুন। সবাইকে আইন শৃঙ্খলার স্বার্থে সকল প্রকার গুজব ও আইন শৃঙ্খলা কর্মকান্ডের বিরুদ্ধে তৎপর থেকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিট অফিসার এস.আই দেলোয়ার হোসেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ জুলাই ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়