Wednesday, June 12

মির্জা ফখরুল অসুস্থ রিজভীকে দেখতে নয়াপল্টনে

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখতে । এ সময় মহাসচিব রিজভীর পাশে বসেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
মহাসচিব বুধবার নয়াপল্টন কার্যালয় গেলে তার সঙ্গে ছিলেন বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ প্রমুখ।
টানা এক বছর ধরে বিএনপির এই কেন্দ্রীয় নেতা নয়াপল্টন কার্যালয়ে থাকলেও গত তিন দিন ধরে অসুস্থ হয়ে পড়েছেন। সেখানেই তাকে স্যালাইন দেয়া হচ্ছে। দলের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছেন।
রিজভী বিএনপির অন্যতম মুখপাত্র। তিনি দলের দু:সময়ে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দলীয় বার্তা নেতাকর্মীদের কাছে তুলে ধরেন। সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।তার রক্তচাপজনিত সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসকরা এসে তাকে স্যালাইন দেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়