Sunday, June 16

শুরু হলো পাক-ভারত ব্যাট বলের যুদ্ধ

স্পোর্টস ডেস্ক
ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিশেষ কিছু। এ দু’দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। করেন দীর্ঘ অপেক্ষা। দীর্ঘদিন কাদা ছোড়াছুড়ি, সোশ্যাল মিডিয়া আকথা-কুকথার বন্যায় ভেসে যাওয়ার পর আজ বিশ্বকাপে মুখোমুখি এখন ভারত এবং পাকিস্তান।
রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই পরাশক্তি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হয়। 
শুরুতেই টস পর্ব। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।
ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বের অন্যতম সেরা। ব্যাট হাতে তাদের মূল ভরসা বিরাট কোহলি। এছাড়া রোহিত শর্মা, লোকেশ রাহুল এরাও বড় ইনিংস খেলার সক্ষমতা রাখেন। 
তাদের আটকানোর জন্য পাকিস্তানের ঝুলিতেও আছে অভিজ্ঞ ও দুর্দান্ত সব বোলার। মোহাম্মদ আমির থাকবেন নেতৃত্বে। এছাড়া ওয়াহাব রিয়াজ, শাদাব খান দুজনেই নিজের দিনে ভয়ংকর।
বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখনো হারের মুখ দেখেনি ভারত। জিতেছে ২টি, বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে ১ ম্যাচে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৪র্থ স্থানে। 
অপরদিকে ভারতের চেয়ে ১ ম্যাচ বেশি খেললেও মাত্র ১ ম্যাচে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। ৪ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৯ম স্থানে। সেমিফাইনালে আশা বাচিয়ে রাখতে চাইলে জয় অতি প্রয়োজনীয় পাকিস্তানের জন্য।
মুখোমুখি হওয়া সর্বমোট ম্যাচে জয়ের দিক দিয়ে এগিয়ে আছে পাকিস্তান। ১৩১ টি ম্যাচের ৭৩টি জিতেছে তারা। 
কিন্তু বিশ্বকাপ ক্রিকেট মানেই ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ। ৬ বারের দেখায় ৬ বারই জিতে এখানে একক আধিপত্য ভারতের।
আজকের খেলায় এক পরিবর্তন নিয়ে চিরপ্রতিদন্দ্বীদের মুখোমুখি ভারত। ইনজুরিতে শেখর ধাওয়ান মাঠের বাইরে থাকায় তার পরিবর্তে সুযোগ সুযোগ পেয়েছেন বিজয় শংকর। 
অন্যদিকে দুই পরিবর্তন পাকিস্তান দলে। আসিফ আলী ও শাহিন আফ্রিদির পরিবর্তে দলে ঢুকেছেন ইমাদ ওয়াসিম ও শাদাব খান।
রণদামামা বেজে গেছে। পাক-ভারত হাইভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া। দু’দেশের সমর্থকদের আশা দুই দেশই জিতবে! তবে আসলে কে জিতবে তা সময়ই বলে দেবে। 
ভারত একাদশ
রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শংকর, এমএস ধোনী, কেদার জাদাভ, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, শাদাব খান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়