Saturday, May 25

বিএনপির মুন্সি জাপায়

নিউজ ডেস্ক:

কুমিল্লা মহানগর বিএনপির নেতা ও সাবেক এমপি হুমায়ুন কবির মুন্সি দল ছেড়েছেন। তবে রাজনীতি ছাড়েননি তিনি। ভবিষ্যৎ সম্ভাবনার পার্টি হিসেবে বেছে নিয়েছেন জাতীয় পার্টিকে (জাপা)।

শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে প্রায় অর্ধশত নেতাকর্মী নিয়ে যোগ দেন তিনি।
এ সময় হুমায়ুন কবির মুন্সির নেতৃত্বে রফিকুল ইসলাম মেম্বার, হারুন চৌধুরী মেম্বার, তাজুল ইসলাম মাস্টার, কাজী মোমিন উদ্দিন, শাহীন আলম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, মোহাম্মদ হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মো. মিজানুর রহমানসহ প্রায় অর্ধশত নেতাকর্মী যোগদান করেন।
অনুষ্ঠানে জি এম কাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি স্বার্থ উৎসর্গ করে যারা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেছে, সেই তরুণদেরই জাতীয় পার্টির নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্বে নিয়ে আসা হবে।
তিনি বলেন, বিগত দিনে যারা ব্যক্তি স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় পার্টির রাজনীতির মাঠে ছিল, যারা ক্রিম খেতে রাজনীতিতে আসেনি ভবিষ্যতে তাদেরই মূল্যায়ন করা হবে। টাকা বা অস্ত্র নয়, আমরা মানুষের ভালোবাসার শক্তি দিয়ে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাবো।
কাদের বলেন, অনেকেই রাজনীতিকে ব্যবসা মনে করছেন। রাজনীতিতে টাকা লগ্নি করে আবার সেই টাকা তুলে নিতে চেষ্টা করেন। কিন্তু মানুষ চায় স্বচ্ছ ও নির্মোহ রাজনীতি। আর এ কারণেই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছেন। এখন জাতীয় পার্টিই পারে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে।
এ সময় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় সদস্য কাজী জামাল উদ্দিন।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা রানী, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন, মো. হেলাল উদ্দিন, আব্দুল হামিদ ভাসানী, অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু, সম্পাদক ম-লীর সদস্য ইফতেকার আহসান হাসান, স্বেচ্ছাসেবক নেতা এম এ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মো. এনাম জয়নাল আবেদিন, মাখন সরকার, শফিকুল ইসলাম দুলাল, লোকমান ভূঁইয়া রাজু, এম এ কুদ্দুস খান মানিক, অ্যাডভোকেট আবু তৈয়ব, আনোয়ার হোসেন তোতা প্রমুখ।
 সূত্র: ডেইলি বাংলাদেশ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়