Friday, May 31

কুয়েতে বাড়ল বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা

 নিউজ ডেস্ক:

কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা ২৫০ থেকে বাড়িয়ে ৬৩৯ জন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে শিগগিরই এই জনবল কুয়েতে পাঠাতে অনুরোধ করেছে দেশটির সরকার।

শুক্রবার আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গত ১১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত চার দিনের কুয়েত সফরকালে কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের সঙ্গে সাক্ষাৎ করেন। 
এ সময় তিনি দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্টের সদস্যসংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ করেন।
কুয়েত সরকার আজ কুয়েতে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্টের সদস্য সংখ্যা ২৫০ জন থেকে বাড়িয়ে ৬৩৯ জনে অনুমোদন দিয়েছে। 
বর্তমানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশ সেনাবাহিনীর ওকেপি-৯ কন্টিনজেন্ট সরাসরি কুয়েত সশস্ত্র বাহিনীর অধীনে সফলতার সঙ্গে বিভিন্ন ধরনের নির্মাণকাজে নিয়োজিত রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়