Friday, May 31

লজ্জাজনক হারে টিকিটের টাকা ফেরত চায় দর্শক

 স্পোর্টস ডেস্ক::

শুরু হয়ে গিয়েছে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট বিশ্বকাপ ক্রিকেট । ক্রিকেট বিশ্বের সেরা দশ দল একে অপরের মুখোমুখি হওয়ার মাধ্যমে জমে উঠবে লড়াই। এই প্রতাশা নিয়ে সবাই খেলা উপভোগের অপেক্ষায়। 

কিন্তু বিশ্বকাপের ২য় দিনেই পাকিস্তানের পারফরমেন্সে হতাশ দর্শকরা। অবস্থা এমন যে খেলা শেষে স্টেডিয়ামে আসা দর্শকরা টিকিটের টাকা ফেরত চাইলেও অবাক হওয়ার কিছু থাকবে না। 
সাধারণত একটি ওয়ানডে ক্রিকেট ম্যাচ শেষ হতে হতে প্রায় ৮ ঘন্টা সময় লাগে। ক্ষেত্র বিশেষে কমবেশি হলেও ৭ ঘন্টা প্রয়োজন হয়। 
অথচ পাকিস্তান উইন্ডিজ ম্যাচ শেষ হতে লেগেছে অর্ধেকেরও কম, মাত্র ৩ ঘন্টা। দুই ইনিংস মিলিয়ে ১০০ ওভারের ভেতর ৩৫.২ ওভারেই শেষ দুদলের ইনিংস। হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় থাকা ভক্তরা তাই যারপরনাই হতাশ। 
বিশেষ করে পাকিস্তানের ব্যাটসম্যানদের এমন ম্যারম্যারে ইনিংস কোনো ভাবেই মেনে নিতে পারছেন না স্টেডিয়ামে আগত দর্শকরা।
উইন্ডিজের কাছে তাদের এমন লজ্জাজনক ভাবে হারায় সামাজিক মাধ্যমেও নিন্দার ঝড় বইছে। বিভিন্ন ট্রলের শিকার হচ্ছেন পাকিস্তানের ক্রিকেট দল সহ খেলোয়াররা।
এ অবস্থায় অনেকে টিকিটের টাকাও ফেরত চেয়ে বসেন। তাই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে পাকিদের কছে টিকিটের টাকা ফেরত চাইতেই পারেন তারা। এতে অবাক হবার যে কিছু নেই তা অনুমেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়