Wednesday, May 8

প্রকাশ পেলো উপগ্রহ থেকে তোলা ফণীর ছবি

কানাইঘাট নিউজ ডেস্ক:

সম্প্রতি ভারত ও বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি। ভারতের পূর্ব উপকূলের আঘাত হানার অনেক আগে থেকেই ভারতীয় ও বিদেশের উপগ্রহগুলি নজর রাখছিল ফণির উপর। প্রতি মূহুর্তের খবর, ছবি ও ফণীর গতিপথের খবর পাওয়া যাচ্ছিল। এবার সেই সব ছবির মধ্যে থেকে বাছাই করা কিছু উপগ্রহ চিত্র প্রকাশ পেয়েছে।

আবহাওয়ার উপর নজর রাখার উপগ্রহ যেমন, আমেরিকান ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন-২০ (এনওএএ-২০, জাপানের হিমাওয়ারি ৮, নাসার অ্যাকোয়া স্যাটেলাইট ও এনওএএ-র সুওমি এনপিপি উপগ্রহ ফণীর দিকে সারাক্ষণ নজর রেখেছিল।
বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগত টুইটার হ্যান্ডলে ফণীর সেই সব ছবি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভারতের পূর্ব উপকূলের ওপর ঘন মেঘ গভীর ঘূর্ণাবর্ত আকারে জমে রয়েছে। বিভিন্ন ছবি থেকেই বোঝা যাচ্ছে ফণীর আকার ও শক্তি কেমন ছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়