Tuesday, May 7

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি

কানাইঘাট নিউজ ডেস্ক:

পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে এ ভূমিকম্পটি হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শক্তিশালী এ ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাই থেকে ৬৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১২৭ কিলোমিটার গভীরে ছিল বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) জানিয়েছে।
ইউএসজিএসের সঙ্গে সম্পর্কিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো সুনামি হুমকি তৈরি হয়নি।  
ভূপৃষ্ঠের বেশ গভীরে ভূমিকম্পটি হওয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে এর ভয়াবহ কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়