Saturday, April 20

কাজাখস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১১

কানাইঘাট নিউজ ডেস্ক:

কাজাখস্তানের আলমতি-তাশকান্দ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৯ জন। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই উজবেকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দুটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে যাত্রীবাহী বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার পরপরই জরুরি সেবা বাহিনীর অন্তত ৫০ জন সদস্য উদ্ধার অভিযানে অংশ নেয়।
এই ঘটনায় দেশটির রাষ্ট্রপতি তার টুইটারে লিখেছেন, কর্ডের মহাসড়কে একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে ১১ জন উজবেক নাগরিক নিহত এবং অনেকে আহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়