Sunday, April 21

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সেমিনার আজ

 
কানাইঘাট নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সেমিনার সকালে আজ রোববার সকাল সাড়ে দশটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির দশ বছর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হোসেন তওফিক ইমামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি।
সেমিনারে আলোচনায় অংশগ্রহণ করবেন ড. কাজী খলীকুজ্জামান ও ড. শামসুল আলম। স্বাগত ভাষণ প্রদান করবেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়