Tuesday, February 12

ঠাকুরগাঁওয়ে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে নিহত ৩

কানাইঘাট নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মঙ্গলবার সকালে বিজিবির সঙ্গে চোরাকারবারীদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বিজিবিসহ ৫ জন। 

নিহতরা হলেন- হরিপুর উপজেলার রুহিয়া এলাকার নজরুল ছেলে নবাব, জহিরউদ্দীন ছেলে সাদেক, বহরমপুর এলাকার নুর ইসলামের ছেলে জয়নুল।
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, বিজিবির একটি পেট্রল টিম চারটি গরু সিজ করে ফেরার পথে চোরাকারবারীরা এলাকাবাসীকে নিয়ে দেশীয় অস্ত্রসহ বিজিবির ওপর হামলা করে। তাদের অনুরোধ করা হলেও কোনো কথা শোনেনি। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে বিজিবির অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বিজিবি সদস্য আহত হওয়ার পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। এতেও পরিস্থিতি শান্ত না হওয়ায় বাধ্য হয়ে বিজিবি গুলি ছোড়ে। এ সময় তিনজন মারা যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়