Thursday, February 21

তিনটি ব্যাগ ভর্তি হাড়-কঙ্কাল

কানাইঘাট নিউজ ডেস্ক:
রাজধানীর চকবাজারে চুরি হাট্রায় ভয়াবহ আগুিকণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮ এ দাঁড়িয়েছে। আগুনে পুড়ে যাওয়া মৃতদেহগুলোর নাম-পরিচয় জানাতে ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, হাসপাতালে আসা লাশ গুলোর মধ্যে যে সব লাশ দেখে সনাক্ত করা সম্ভব সেগুলো আমরা নম্বর দিয়ে রেখেছি স্বজনরা লাশ সনাক্ত পারলে তাদের নম্বর জানিয়ে দেওয়া হচ্ছে।
সোহেল মাহমুদ জানান, এখন পর্যন্ত মোট ৭০ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে। তবে ৩ টি ব্যাগে শুধু হাড় ও কঙ্কাল রয়েছে। সেগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করতে হবে। এছাড়া যাদের মরদেহ পুরোপুরি পুড়ে গেছে শুধু দেখে সনাক্ত করা সম্ভব নয় এমন মরদেহগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে কবে নাগাদ এ কার্যক্রম শেষ হবে তা বলা বলা যাচ্ছে না।
বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ওই ভবনে আগুন লাগে। রাত সাড়ে তিনটার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। 
ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল জুলফিকার বলছেন, 'সকালে হেলিকপ্টারে করে উপর থেকে পানি ছিটানোর পর আগুন আর দেখা যাচ্ছে না। ভেতরে আরো অনেক লাশ থাকতে পারে।'
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) এ কে এম শাকিল নেওয়াজ ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও ভেতরে এখনও জ্বলছে। রাসায়নিকসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন পুরো নেভাতে অনেক সময় লাগবে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ বলেন, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়ার পর হতাহতের সঠিক তথ্য জানা যাবে
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন বলেন, ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীসহ অনেকেই এখানে কাজ করছেন। নগরবাসী, দেশবাসী সবার দোয়া চাচ্ছি, যাতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি।
এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা। যারা আহত হয়েছেন তাদের যথাযথ চিকিৎসা দেয়া। আগুন নিয়ন্ত্রণে আসার পর আমরা ঘটনার তদন্ত করব। কেন, কিভাবে আগুন লেগেছে সে সম্পর্কে জানাতে পারব।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের আলী আহাম্মেদ খান বলেন, আগুন লাগার পর থেকেই পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিটের দুইশতাধিক ফায়ার ফাইটার্স কাজ করছে। এই জায়গাটা আসলে সংকির্ণ, আমাদের পানির শঙ্কট হয়েছিল। এখানে বিভিন্ন ধরণের ক্যামিকেল আছে। আমরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করছি।
আগুনের সুত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সুত্রপাত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়