Friday, December 7

সিলেট-৫ আসনে মহাজোটের মনোনয়ন পেলেন সেলিম

কানাইঘাট নিউজ ডেস্কঃ
নানা জল্পনা-কল্পনার পর সিলেট-৫ আসনে মহাজোটের মনোনয়ন পেলেন আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সেলিম উদ্দিন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদের কাছ থেকে দলীয় মনোনয়নের চিঠি গ্রহণ করেন।

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনে এবার আওয়ামী লীগ থেকে হাফিজ আহমদ মজুমদার এবং জাতীয় পার্টি থেকে সেলিম উদ্দিন মনোনয়ন জমা দেন। মহাজোটের বড় দুই দল থেকে দুজন হেভিওয়েট নেতা মনোনয়ন জমা দেওয়ায় মহাজোট থেকে কে প্রার্থী হচ্ছেন সেটি নিয়ে নানা গুঞ্জন।

তবে শেষ সময়ে জাতীয় পার্টিকে এ আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। ফলে এ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন সেলিম উদ্দিন।

এরআগে মনোনয়ন যাচাই-বাচাইকালে ২ ডিসেম্বর হলফনামায় স্বাক্ষর না থাকায় সেলিম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়। পরে আপিলের মাধ্যমে শুক্রবার মনোনয়ন ফিরে পান তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়