নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট চতুল ঈদগাহ বাজারে সিলেট-৫ আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের নির্বাচনী অফিস উদ্বোধন ও সেন্টার কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের দু’গ্রুপের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার সন্ধ্যার পর থেকে এ নিয়ে চতুল ঈদগাহ বাজারে বড়চতুল ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া ও যুবলীগ নেতা হাবিব উল্লাহ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা বাজারের অবস্থান নিয়ে মহড়া দেয়।
অপর দিকে বাজারের ধান ভাঙ্গার রাইসমিলের পাশে ইউপি আওয়ামী লীগের সভাপতি মুবশ্বির আলী চাচাই সমর্থিত অপর গ্রুপের নেতাকর্মীরা অবস্থান নিলে দু’গ্রুপের নেতাকর্মীরা দেশীয় লাঠি-সোটা নিয়া পাল্টাপাল্টি মহড়া শুরু করলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী তাদের দোকান পাঠ বন্ধ করে দেন।
এক পর্যায়ে রাত ৮টার দিকে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা শুরু হলে আম্বিয়া সমর্থিত নেতাকর্মীরা ধাওয়া দিয়ে অপর গ্রুপের নেতাকর্মীদের বাজার এলাকা থেকে তাড়িয়ে দেয়। এতে উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হন। তাৎক্ষনিক ভাবে তােদের নাম পরিচয় জানা যায় নি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আম্বিয়া সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা ঈদগাহ বাজারে অবস্থান নিয়ে মহড়া দিচ্ছে এবং মুবেশ্বির আলী সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা সংগঠিত হয়ে বাজারে প্রবেশের চেষ্টা করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। বাজারে নির্বাচনী অফিস ও সেন্টার কমিটির গঠন নিয়ে ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে।
৫নং বড়চতুল ইউপি আওয়ামী লীগের সাধারণ জাকারিয়া আলম জামিল জানিয়েছেন, ইউপি আওয়ামী লীগের সভাপতি মুবশ্বির আলী সহ দলীয় নেতৃবৃন্দ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের নৌকা প্রতীকের ৬নং ওয়ার্ডের সেন্টার কমিটি আজ বুধবার বিকেল ৫টার দিকে চতুল ঈদগাহ বাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আম্বিয়া ও যুবলীগ নেতা হাবিব উল্লাহ এতে বাধা প্রদান করে । এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অপর দিকে ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চতুল ঈদগাহ বাজারের ব্যবসায়ী আম্বিয়া জানিয়েছেন, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের না জানিয়ে গায়ের জোরে ইউপি আওয়ামী লীগের সভাপতি মুবশ্বির আলী চাচাই সমর্থকরা জোর পূর্বক ভাবে চতুল ঈদগাহ বাজারে আমাদের দলের সমর্থিত প্রার্থী হাফিজ মজুমদারের নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয় ও মনগড়া সেন্টার কমিটি গঠনের পায়তারা করলে স্থানীয় সর্বস্থরের নেতাকর্মীরা বাজারে অবস্থান নিয়ে তাহা প্রত্যখান করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৯ ঘটিকায় কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।
কানাইঘা্ট নিউজ ডটকম/০৫ ডিসম্বের ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়