Friday, December 14

কানাইঘাটে ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্থানে নির্বাচনী সভা

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ধানের শীষ র্মাকার সমর্থনে কানাইঘাটের বিভিন্ন স্থানে শক্রবার পৃথক ৪টি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ২টা থেকে ৮টা পর্যন্ত ধানের শীষের সর্মথনে ঐক্য ফ্রন্টের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে গণ সংযোগের পাশাপশি কানাইঘাট সুরইঘাট বাজার, চতুল ঈদগাহ বাজার, ভবানীগঞ্জ বাজার ও রাজাগঞ্জ বাজারে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনী সভায় বিএনপি, জামায়াত,জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের জেলা ও কানাইঘাট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সারাদেশের ন্যায় সিলেট-৫ আসনে ধানের শীষের গণ জোয়ার দেখে আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে। ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কেউ ঠেকাতে পারবে না। ভোটাররা তাদের ভোট রক্ষা করবেন।  খালেদা জিয়া সহ রাজ বন্ধিদের মুক্তি এবং দমন নিপিড়ন জুলুম নির্যাতনের জবাব দিতে ঐক্যবদ্ধ ভাবে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা আহবান জানান। পৃথক এসব নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসাদ আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশীদ, জেলা বিএনপির দপ্তর সম্পদক এড: ফখরুল হক, জেলা বিএনপির সদস্য হাজী জসিম উদ্দিন, নুরুল হোসেন বুলবুল, নজরুল ইসলাম প্রধান, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার হাজী শরিফুল হক, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আল্লামা শফিকুল হক, সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, খেলাফত মজলিসের সভাপতি মাওঃ আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক ছাব্বির আহমদ মেম্বার, বিএনপি নেতা সাবেক কাউন্সিলার আব্দুর রহীম ভরসা, আব্দুল খালিক মস্তফা, আব্দুন নুর, নজরুল ইসলাম, শাহিক আহমদ, খেলাফত মজলিস নেতা মাওঃ এবাদুর রহমান, জমিয়ত নেতা মাওঃ হেলাল আহমদ, মাওঃ মাসরুর আহমদ, মাওঃ তাহির আলী। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠন ও ঐক্য ফ্রন্টের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধীক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়