Thursday, December 27

কানাইঘাটে লাঙ্গলের জনসভায় জনতার ঢল

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপির নির্বাচনী জনসভায় লাঙ্গল মার্কার সমর্থনে জনতার ঢল নামে। বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট পূর্ব বাজার ডাকবাংলোর সামনে জাতীয় পার্টির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিশাল এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব সেলিম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন,জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে এ দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের জোয়ার হয়েছিল। জকিগঞ্জ-কানাইঘাটে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমি বিগত নির্বাচনে অবহেলিত এ আসনের এমপি হয়ে ব্যাপক উন্নয়ন করেছি। আমার উন্নয়ন প্রকল্পগুলো দৃশ্যমান। এখনো অনেক প্রকল্পের কাজ চলছে। অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে অব্যাহত রাখুন। আমি সিলেট-৫ আসনের মানুষের খাদিম হিসেবে কাজ করে যেতে চাই। এই জনপদের মানুষকে
আমি কথা দিচ্ছি, আবারো যদি আমাকে নির্বাচিত করা হয় তাহলে কানাইঘাট ও জকিগঞ্জের চেহারা পাল্টে দেব। তিনি আরোও বলেন, আমার কারণে বিগত ৫ বছরে কোন দলের নেতাকর্মী মামলা-হামলা বা হয়রানীর শিকার হয়নি। আমি এমপি হিসেবে এলাকায় কোন প্রভাব বিস্তার করিনি। কোন মানুষ বলতে পারবে না, আমি তাকে হয়রানী করেছি। এবারো কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে কোন মানুষ মিথ্যা মামলায় হয়রানী হবেনা। 

সেলিম উদ্দিনের জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু,জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছাব্বির আহমদ, জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন,সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, মোহাম্মদ মজির উদ্দিন চাকলাদার, আব্দুল মালেক ফারুক, এডভোকেট আব্দুর রহিম, বাবুল আহমদ, মাহতাব উদ্দিন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়