নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা ও ডিবি পুলিশ কানাইঘাট থেকে বিরোধী জোটের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে থানা পুলিশ বড় চতুল ইউনিয়নের ইন্দ্রকোনা গ্রাম থেকে বিএনপি কর্মী বাবুল আহমদ, একই ইউনিয়নের পর্বতপুর গ্রামের বিএনপি কর্মী ফারুক আহমদ রাজা এবং একই দিন সকাল ১০ টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের হেফাজত নেতা নজীর আহমদকে ডিবি পুলিশ আটক করে কানাইঘাট থানায় সোর্পদ করে।
অপর দিকে শুক্রবার সন্ধ্যার দিকে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে শ্রমিক নেতা জামায়াত কর্মী আব্দুল খালিক কালাইকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে। থানার সেকেন্ট অফিসার স্বপন চন্দ্র সরকার চার নেতাকর্মী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন নাশকতা মূলক তৎপরতার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়