Monday, November 12

দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন সেলিম উদ্দিন এমপি

কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দুটি আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সেলিম উদ্দিন। রবিবার ঢাকায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরের কাছ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। সেলিম উদ্দিন জানিয়েছেন, তিনি সিলেট-৫ ও সিলেট-৬ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দল তাকে যে আসনে মনোনয়ন দেবে, সে আসনেই তিনি নির্বাচন করবেন।

বর্তমানে সেলিম উদ্দিন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক