Wednesday, November 21

নির্বাচন উপলক্ষে কানাইঘাটে পুলিশের মহড়া

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে কানাইঘাটে মহড়া হয়েছে।
বুধবার বিকেল ৫টা থেকে কানাইঘাট থানা পুলিশ মোটর সাইকেল ও পুলিশের যানবাহন, প্রায় অর্ধ শতাধিক লেগুনা, ক্যারিক্যাব গাড়ি নিয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের নেতৃত্বে বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মহড়া দিতে দেখা যায়। 

নিয়মিত অভিযানের অংশ হিসাবে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশের মহড়া ও সবধরণের অভিযান অব্যাহত থাকবে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম/২১ নভেম্বর ২০১৮

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

নোটিশ :   কানাইঘাট নিউজ ডটকমে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক