নিজস্ব প্রতিবেদক:
সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয়পার্টি সমর্থিত প্রার্থীকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়ার জন্য ৫নং বড়চতুল ইউনিয়ন জাপার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় চতুল বাজারে অনুষ্ঠিত হয়। লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপজেলা জাপা ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তীতে জনসভায় জাপার নেতাকর্মীরা সিলেট-৫ আসন থেকে দলের তৃণমূলের নেতাকর্মীদের পছন্দের প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য জেলা জাপার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ কে মনোনয়ন দেওয়ার জন্য পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হোসেন মোহাম্মদ এরশাদের প্রতি আহ্বান জানান। ইউনিয়ন জাপার সভাপতি হারুন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আম্বিয়ার পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা নেতা বিশিষ্ট ব্যবসায়ী গুলজার আহমদ সিরাজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সদস্য সচিব শামীম উদ্দিন, সংবর্ধিত অতিথি জাপা নেতা হাজী জালাল আহমদ, উপজেলা যুব সংহতির সভাপতি মানিক উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন মেম্বার, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর শাখার সভাপতি কামরুজ্জামান বাহার, বক্তব্য রাখেন জাপা নেতা জামাল উদ্দিন, মইন উদ্দিন, আলমগীর, আব্দুস সামাদ, জামিল আহমদ, এনাম, আব্দুর রশিদ, জসিম, রুহুল, বাবুল, সোলেমান, ফয়সল প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/২১ নভেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়